You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পূর্বদেশ
২ ফেব্রুয়ারি ১৯৬৯
প্রথম দফা বিজয়

(বিশেষ প্রতিনিধি)

সাম্প্রতিককালের দুর্বার আন্দোলন এবং এখানকার প্রচন্ড গণবিস্ফোরণের ধারা এখনো স্তিমিত না হলেও এরই মধ্যে এই আন্দোলন দ্বারা দেশবাসী কতটুকু লাভবান হয়েছে তার কিছুটা মূল্যায়ন প্রয়োজন। আন্দোলনকে স্তব্ধ করার জন্য নির্বিচারে গুলীবর্ষণ, গণহত্যা এবং বর্তমানে প্রদেশব্যাপী এলোপাথারী গ্রেফতারী অভিযান পরিচালনা করা হলেও দূর-দূরান্তবর্তী অঞ্চল থেকেও রাজধানীতে যে সমস্ত সংবাদ এসে পৌঁছাচ্ছে তাতে স্পষ্টই প্রতিয়মান হয় দাবীর প্রশ্নে মানুষ অটল আপোষহীন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!