সংবাদ
২৬ জানুয়ারি ১৯৬৯
ছাত্র নেতৃবৃন্দের বিবৃতি
ছাত্র-গণহত্যার তীব্র নিন্দা
সৈনিকদের ব্যারাকে ফিরাইয়া লওয়ার দাবী
(নিজস্ব বার্তা পরিবেশক)
ছাত্র সংগ্রাম পরিষদের ১০ জন নেতা ছাত্র গণহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করিয়া অবিলম্বে সান্ধ্য আইন প্রত্যাহার এবং সেনাবাহিনী ও ই-পি-আর সৈনিকদের ব্যারাকে ফিরাইয়া লওয়ার জোর দাবী জানাইয়াছেন।
গতকাল (শনিবার) এক যুক্ত বিবৃতিতে ছাত্র নেতৃবৃন্দ বলেন যে, সেনাবাহিনীকে দেশের নিরীহ জনসাধারণের বিরুদ্ধে ব্যবহার না করিয়া দেশরক্ষার কাজে নিয়োজিত রাখাই বাঞ্ছনীয়।” তাঁহারা সেনাবাহিনীকে দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে টানিয়া না আনার দাবী জানান। সঙ্গে সঙ্গে ছাত্র নেতৃবৃন্দ শান্তিপূর্ণ পথে ছাত্রসমাজ ও জনসাধারণকে আন্দোলন আগাইয়া লইয়া যাওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন মেসার্স তোফায়েল আহমদ, নাজিম কামরান চৌধুরী, সাইফুদ্দিন আহমদ মানিক, শামসুদ্দোহা, আবদুর রউফ, খালেদ মোহাম্মদ আলী, মোস্তফা জামাল হায়দার, দীপা দত্ত, মাহবুবুল হক দোলন ও ইব্রাহিম খলিল।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯