চালনা বন্দর অচল
বাঙলাদেশ মুক্তিবাহিনীর নৌ কম্যান্ডােরা খুলনা জেলার চালনা বন্দরে তাদের কার্যক্রমের পরিধি বাড়িয়ে চলেছেন। এখানে নৌ কম্যান্ডােরা ক্রাইসােভালনাে’ ও ‘মাসপ্রাে ষ্টেলিওস’ নামে দুটি বড় জাহাজ ডুবিয়ে দিয়ে বন্দরটিকে কার্যতঃ অচল করে দিয়েছেন। এর আগে গত বুধবার কলম্বিয়া ট্রেডার’ নামে একখানি বাণিজ্য জাহাজকেও বিস্ফোরণ ঘটিয়ে জখম করা হয়। মুক্তি বাহিনীর নৌ কম্যান্ডােরা খুলনা শহর থেকে ১৩ মাইল দূরে চালনা বন্দরের কাছাকাছি পাকিস্তান। নৌ বাহিনীর দুটি উপকূলরক্ষী জাহাজ ও একটি গানবােট ডুবিয়ে দিয়েছেন। এ ছাড়া আরও দুটি ছােট পাকিস্তানী জাহাজের উপর আক্রমণ চালান হয়। খবরে এসেছে, পাক সামরিক কর্তৃপক্ষ এখন মরিয়া হয়ে বন্দর এলাকায় যে কোন ছােট দেশী নৌকাকে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে। কেননা, নৌ কম্যান্ডােরা তাদের গেরিলা কার্যক্রমে ঐ গুলিকে ব্যবহার করছে বলে পাক চমুরা মনে করে।
অভিযান ॥ ১; ২।
২৫ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯