আরও ছটি জাহাজ ডুবলাে
বি, বি, সি প্রচারিত এক খবরে জানা গেছে যে, মুক্তিফৌজের বিমান বাহিনী সম্প্রতি চট্টগ্রাম বন্দরের উপর বােমাবর্ষণ করেছে। ক্ষয়ক্ষতির বিশদ বিবরণ ঐ খবরে পাওয়া যায়নি। উল্লেখ করা যেতে পারে যে, বাঙলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযােদ্ধাদের এটাই হল শত্রুপক্ষের প্রতি প্রথম বিমান আক্রমণ। ঐ সংবাদে আরও বলা হয়েছে যে, বাংলাদেশ নৌ বহর পাক দস্যুদের একটি গানবােট, দুটি তৈলবাহী জাহাজ ও চারটি খাদ্যবাহী ষ্টীমারও ডুবিয়ে দিয়েছেন। মুক্তিফৌজের নৌ কমান্ডােরা অধিকৃত বাঙলাদেশ এলাকায় গত বুধবারে বিভিন্ন স্থানে যে ছুটি নৌযান ধ্বংস করে দেন তার মধ্যে চীনের একটি বাণিজ্য জাহাজও ছিল বলে জানা গেছে। পাক হানাদাররা মুক্তিফৌজের এই সমস্ত সফল নৌ আক্রমণের ফলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। মুক্তিবাহিনী সূত্র হতে জানানাে হয়েছে যে, চট্টগ্রাম বন্দর এলাকার এক হাজার টনের একটি তৈলবাহী জাহাজ, মেঘনায় গণচীনের একটি বাণিজ্যিক জাহাজ ও চারটি বড় ষ্টীমার ও পাক নৌ বাহিনীর একটি গানবোেট মুক্তিফৌজ ডুবিয়ে দিয়েছে।
অভিযান। ১ ২
২৫ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯