মুক্তাগাছায় বিক্ষোভ
মুক্তাগাছা হইতে টেলিফোনযােগে প্রাপ্ত খবরে জানা গিয়াছে যে, দেশরক্ষা বিধিবলে শেখ মুজিবর রহমানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল (বুধবার) মুক্তাগাছার সকল শ্রেণীর নাগরিক প্রচন্ড বিক্ষোভে ফাটিয়া পড়ে। গতকাল রাত ৮টায় শহর ও শহরতলীর কৃষক-শ্রমিক-জনতার এক স্বতঃস্ফুর্ত মিছিল শহর প্রদক্ষিণ করে। শােভাযাত্রীরা শেখ মুজিবের মুক্তি চাই, শেখ মুজিব জিন্দাবাদ, ৬-দফা মানতে হবে, দাবীর প্রশ্নে আপােষ নাই, রাজবন্দীদের মুক্তি চাই প্রভৃতি গগনবিদারী ধ্বনি প্রদান করে। শেখ মুজিব ও অন্যান্য রাজবন্দীর মুক্তির দাবীতে আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টায় দড়িচারআনা বাজারে এক জনসভা অনুষ্ঠিত হইবে। সভাশেষে এক বিক্ষোভ মিছিল বাহির করা হইবে।
দৈনিক ইত্তেফাক, ১২ মে ১৯৬৬