You dont have javascript enabled! Please enable it!

মুক্তিবাহিনী সিলেট শহরের কাছাকছি পৌছে গেছেন

(ষ্টাফ রিপাের্টার) সিলেট ২৩শে নভেম্বর সিলেট সেক্টরে মুক্তিবাহিনীর গেরিলাদের সঙ্গে নিয়মিত বাহিনীর সংযােগের ফলে এখন তারা এক যােগে শত্রু বাহিনীর উপর তীব্র আক্রমণ পরিচালনা করছেন। এখানকার সকল অধিকৃত অঞ্চলে এখন তীব্র লড়াই শুরু হয়েছে। মুক্তিবাহিনী হানাদারদেরকে জকিগঞ্জ, রাধানগর প্রভৃতি এলাকা থেকে সম্পূর্ণ রূপে বিতাড়িত করে দিয়েছে—খােদ সিলেট শহরে হামলা চালিয়ে মুক্তিযােদ্ধারা শহরের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রটি অচল করে দিয়েছে, ফলে সমগ্র সিলেট শহর অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। খান সেনারা শালুটিকর বিমানবন্দরে জড়াে হচ্ছে চলতি মাসের শেষের দিকে মুক্তি বাহিনীর প্রত্যাঘাত তীব্রতর হয়ে উঠলে খানসেনারা দিশেহারা হয়ে পড়েছে। তাদের মনােবল এখন এমনভাবে ভেঙ্গে পড়েছে যে, ভীত সন্ত্রস্ত খানসেনারা এখন প্রধানত: সিলেট শহরও শলুটিকর বিমান ঘাঁটিটি রক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছে যাতে অন্তত: পলায়নের পথটা রক্ষা করা যায়। মুক্তাঞ্চল বিস্তৃত হচ্ছে। এদিকে কুশিয়ারা নদীর সমগ্র পূর্বতীর, জকিগঞ্জ প্রভৃতি এলাকা হানাদার মুক্ত করে, মুক্তিযােদ্ধারা বিপুল বিক্রমে সিলেট অবরােধের জন্য অগ্রসর হচ্ছেন। সর্বশেষ খবর অনুযায়ী আমাদের অসম সাহসী বীর মুক্তিযােদ্ধারা এখন সিলেট শহরে থেকে মাত্র ৫ মাইল দূরে গেলে একস্থানে অবস্থান করছেন।

সাপ্তাহিক বাংলা ১: ৬

২৫ নভেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!