দৈনিক ইত্তেফাক
২২শে ফেব্রুয়ারি ১৯৬৯
শেখ মুজিবের মুক্তি দাবি
ঢাকা হকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মমিন এক বিবৃতিতে অবিলম্বে ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও শেখ মুজিবর রহমানকে মুক্তি দানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাইয়াছেন।
বিবৃতিতে তিনি বলেন, প্রেসিডেন্ট আইয়ুব যদি খোলা মনে বিরোধী দলগুলির সহিত রাজনৈতিক ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ও আলোচনা করিতে ইচ্ছুক হইয়া থাকেন, তাহা হইলে দেশপ্রেমিক ও জনস্বার্থের সংগ্রামী বীর শেখ মুজিবর রহমানকে কারাগারে রাখিয়া গোলটেবিল বৈঠকে যোগদানের আমন্ত্রণ করার কি অর্থ হইতে পারে!
শেখ মমিন উপরোক্ত মন্তব্য করিয়া বলেনঃ যদি প্রেসিডেন্ট আইয়ুব সত্যিকারভাবে দেশের ও জনগণের স্বার্থের খাতিরে গোলটেবিল বৈঠকে আলোচনা করার উদ্দেশ্য থাকে তাহা হইলে অবিলম্বে ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করিয়া শেখ মুজিবর রহমানকে মুক্তি দান করা উচিত।
শেখ মমিন ২১শে ফেব্রুয়ারী যথাযোগ্য মর্যাদা সহকারে অমর শহীদ দিবস পালনের জন্য ঢাকা হকার্স সমাজের প্রতি আহ্বান জানাইয়াছেন। এই দিবসের ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে যে কোন রকম ত্যাগ স্বীকারের শপথ গ্রহণের জন্য তিনি হকারদের প্রতি আহ্বান জানাইয়াছেন।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯