দৈনিক পয়গাম
২২শে ফেব্রুয়ারি ১৯৬৯
শাহাবুদ্দীনের ঢাকা আগমন : শেখ মুজিব ও ভাসানীর সংগে আলোচনার উদ্যোগ
ঢাকা, ২১শে ফেব্রুয়ারী।— শেখ মুজিবর রহমান ও মওলানা ভাসানীর সহিত আলোচনার জন্য কেন্দ্রীয় তথ্য ও বেতার উজির খাজা শাহাবুদ্দীন অদ্য রাত্রে রাওয়ালপিণ্ডি হইতে এখানে আগমন করিয়াছেন।
“একটি গুরুত্বপূর্ণ মিশনে” আগত খাজা শাহাবুদ্দীনকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান এখানে অবস্থানরত দেশরক্ষা উজির জনাব এ, আর, খান। তাঁহার সহিত পূর্ব পাকিস্তানের জি ও সি মেজর জেনারেল মুজাফফর উদ্দীনও বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
বিমান বন্দরে অবতরণের অব্যবহিত পরই তথ্য উজির জনাব এ, আর, খানের সহিত সামরিক বাহিনীর একখানি জীপে করিয়া বিমান বন্দর ত্যাগ করেন।
আগরতলা ষড়যন্ত্র মামলার এক নম্বর অভিযুক্ত ব্যক্তি শেখ মুজিবর রহমান ক্যান্টনমেন্টে তত্ত্বাবধানে রহিয়াছেন এবং সামরিক মওলানা ভাসানী বর্তমানে টাঙ্গাইলে রহিয়াছেন। আগামীকল্য বিকালে মওলানা সাহেব ঢাকা আসিয়া পৌঁছিবেন বলিয়া আশা করা হইতেছে। আগামীকল্য সকালে তাঁহাকে আনার জন্য একখানি মোটর গাড়ী টাঙ্গাইলে প্রেরণ করা হইবে।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯