সাতক্ষীরাসহ বিস্তীর্ণ এলাকা মুক্ত
যশােহর ক্যান্টনমেন্টে হানা।
জঙ্গীশাহী কর্তৃক পাকিস্তানে জরুরী অবস্থা ঘােষণা ২৩শে নভেম্বর। এই রিপাের্ট লেখার সময় পর্যন্ত জানা গিয়াছে যে, মুক্তি বাহিনীর সাঁড়াশী আক্রমণের মুখে টিকিতে না পারিয়া দখলদার পাকিস্তান বাহিনী খুলনা রণাঙ্গনের সাতক্ষীরা, ভােমরা, ও কোলারােয়া, যশােহর রণাঙ্গনের চৌগাছা, রংপুর রণাঙ্গনের জগদ্দল, অমরখানা, বড়কাটা, হাতিবান্ধা ও রায়গঞ্জ, সিলেট রণাঙ্গনের জাকিগঞ্জ, এবং নােয়াখালীর বিস্তীর্ণ অঞ্চল হইতে পালায়ন করিয়াছে। এই এলাকাগুলি এখন মুক্ত। এদিকে জঙ্গীশাহী পাকিস্তানে জরূরী অবস্থা ঘােষণা করিয়াছে। যশােহর ক্যান্টনমেন্ট, সিলেট এবং চট্টগ্রাম রণাঙ্গনে এখনও তীব্র লড়াই চলিতেছে। যশােহর ক্যান্টনমেন্ট এখন অবরুদ্ধ। এখন সেখানে ট্যাঙ্ক যুদ্ধ চলিতেছে। জানা গেল যে, পাক বাহিনী শেষ রক্ষা পাওয়ার দুরাশায় ট্যাঙ্ক ছাড়াও বিমান ব্যবহার করিতেছে এবং এক প্রকারের বিষাক্ত গ্যাস ছাড়িয়া বাতাস বিষাক্ত করিয়া তুলিতেছে। সর্বশেষ জানা গেল, মুক্তিফৌজ যশােহর ক্যান্টনমেন্ট ও খুলনা শহরের মাত্র কয়েক মাইল দূরে এখন অবস্থান করিতেছে এবং শত্রুকে পরাভূত করিয়া ক্রমেই আগাইয়া চলিয়াছে। | বাংলাদেশে দস্যু বাহিনীর সর্দার জেনারেল নিয়াজি যশােহরসহ বিভিন্ন রণাঙ্গনে আহত পাক সেনাদের পরিদর্শন ও তাহাদেরকে সাহস বিতরণ করিয়া চলিয়াছে। জানা যায় যে, শত শত পাক সেনা খতম ও হাজার হাজার আহত হইয়াছে।
এদিকে পাক বেতারে যথারীতি এই সবের জন্য ভারতকে দায়ী করিয়া প্রকান্তরে খবরের সত্য তাই স্বীকার করা হইয়াছে। বলা হইয়াছে যে, যশাের ট্যাঙ্ক দিয়া আক্রমণ করা হইয়াছে। অন্যান্য রণাঙ্গনে জোর অভিযান শুরু হইয়াছে। দিশাহারা পাক বাহিনী আগের নিয়মে কুলকিনারা পাইয়া যত্রতত্র সীমান্ত হইতে ভারতীয় ভূখণ্ডে গােলাগুলি বর্ষণ করিতেছে। কিন্তু ভারত এখনও পর্যন্ত চরম ধৈর্য ধারণ করিয়া চলিয়াছে। আশা করা যায় যে, চলতি সপ্তাহেই বাংলাদেশের উত্তর-পশ্চিম রণাঙ্গন সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হইবে। খবরে জানা গেল যে, যশাের রণাঙ্গনে পাক দস্যু বাহিনীর ৫টি ট্যাঙ্ক মুক্তি বাহিনী ধ্বংস করিয়া | দিয়াছে । মুক্তিবাহিনী চৌগাছা ও মনিরাম দুই দিক হইতে যশাের ক্যান্টনমেন্টের দিকে আক্রমণ চালাইয়াছে। সর্বশেষ হিসাবে প্রকাশ, মুক্তিবাহিনী এ পর্যন্ত কুষ্টিয়া ও যশােহরের ১০০০ বর্গ | কিলােমিটার এলাকা সম্পূর্ণ মুক্ত করিয়াছে। এবং তাহাদের অগ্রযাত্রা অব্যাহত রহিয়াছে। আর এক খবরে জানা গেল, ভারতের আকাশসীমা লঙ্ঘনকারী ৩টি পাক জঙ্গী বিমান বিধ্বস্ত ও ২ জন পাইলট গ্রেফতার হইয়াছে।
নতুন বাংলা (১: ১৫ !
২৫ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯