You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১৬ই ফেব্রুয়ারি ১৯৬৯
শেখ মুজিবের বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহার করা উচিত : বিচারপতি মুর্শেদ

পশ্চিম পাকিস্তান সফর শেষে ঢাকা প্রত্যাবর্তনের পর বিচারপতি জনাব এস, এম, মুর্শেদ গতকল্য (শনিবার) এক বিবৃতিতে বলেন যে, “জনাব ওয়ালী খান এবং জনাব জুলফিকার আলী ভুট্টোকে মুক্তি দেওয়া হইয়াছে দেখিয়া আমি অতিশয় আনন্দিত বোধ করিতেছি। কিন্তু শেখ মুজিবর রহমান ও জনাব আবদুস সামাদ আচাকজাই এখনও আটক রহিয়াছেন। শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা যায় এবং এখনই তাহা প্রত্যাহার করা উচিৎ।”

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯