You dont have javascript enabled! Please enable it! 1971.11.23 | মুক্তিবাহিনীর প্রবল আক্রমণ ১০০ জন খান সেনা নিহত - সংগ্রামের নোটবুক

মুক্তিবাহিনীর প্রবল আক্রমণ ১০০ জন খান সেনা নিহত

বিস্তির্ণ এলাকা দখল তেঁতুলিয়া, ২০শে নভেম্বরমুক্তি বাহিনীর প্রবল আক্রমণের ফলে গত ১৭ই নভেম্বর রংপুর জেলার পাটেশ্বরী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী থানা সম্পূর্ণ মুক্ত হয়েছে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এক অতর্কিত হামলায় ১০০ জন খান সেনা ও রাজাকার নিহত হয়েছে। তাদের ভেতর একজন উচ্চ পদস্থ অফিসারও রয়েছে। মুক্তি বাহিনীর বীর যােদ্ধারা ২ ট্রাক খান সেনাদের লাশ ২টি সামরিক গাড়ী ও বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে এসেছেন। উক্ত ভূরুঙ্গামারী এলাকা দখলের পরে মুক্তি যােদ্ধারা একটি ঘর হতে ২২ জন রমণীকে উদ্ধার করেন। পশু খান সেনারা তাদের উপর পাশবিক অত্যাচার চালাতাে। তাহারা সকলেই মুসলমান। উপরােক্ত থানাগুলিতে এখন বাংলাদেশ সরকারের বেসামরীক প্রশাসন ব্যবস্থা চালু করা হয়েছে। আমাদের সংবাদ দাতা আরও জানাচ্ছেন যে, উক্ত এলাকায় পাক জঙ্গী শাহীর জঘন্য অত্যাচারের ফলে সমস্ত জনগণ মুক্তি বাহিনীকে প্রাণঢালা সমর্থন জানিয়েছেন।

সংগ্রামী বাংলা ঈদ সংখ্যা

২৩ নভেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯