You dont have javascript enabled! Please enable it! 1967.07.16 | আইয়ুব নগর প্রসঙ্গ | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

আইয়ুব নগর প্রসঙ্গ

এই সভা ঢাকাস্থ দ্বিতীয় রাজধানী শহরের নামকরণের ব্যাপারে কর্তৃপক্ষের জনমন-বিরােধী মনােবৃত্তির বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করছে। কিছুদিন পূর্বে ঢাকা ইমপ্রােভমেন্ট ট্রাষ্ট কর্তৃক দ্বিতীয় রাজধানীর নাম “আইয়ুব নগর” রাখার সিদ্ধান্ত ঘােষণার বিরুদ্ধে পত্রপত্রিকায় তীব্র প্রতিবাদ হওয়া সত্বেও জনৈক কেন্দ্রীয় মন্ত্রী কর্তৃক সে নাম রাখার খবর প্রকাশ করায় এই সভা বিস্ময় প্রকাশ করছে। পূর্ব পাকিস্তানের দাবী অনুযায়ীই এ নামকরণ করা হয়েছে বলে প্রচার করে মন্ত্রীমহােদয় প্রদেশবাসীকে যে বিদ্রুপ করেছেন, এই সভা তার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছে।
এই সভা প্রেসিডেন্ট আইয়ুবকে জানিয়ে দিচ্ছে যে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে যারা তাঁর নামকে ব্যবহার করছেন, তারাই তাঁর দুর্নাম বৃদ্ধি করে চলেছেন।
এই সভা কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিচ্ছে যে, পাকিস্তানে যখন কায়েদে আযমের নামেও কোন শহরের নামকরণ করা হয়নি তখন প্রেসিডেন্ট আইয়ুবের নামে এইরূপ নামকরণ ধৃষ্টতারই পরিচায়ক।