শ্রমিক অধিকার
এই জনসভা দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে স্রমিকদের অবদানকে অত্যন্ত গুরুত্বদান করছে। কিন্তু সরকার ও শিল্পপতিগণ শ্রমিকদের ন্যায্য দাবী-দাওয়া।
পূরণ করে তাদেরকে দেশের উন্নতির উপযুক্তভাবে খেদমত করার সুযােগ দিচ্ছে। বলে এই সভা তীব্র ক্ষোভ প্রকাশ করছে।
এই সভা সরকারের নিকট জোর দাবী জানাচ্ছে যে, আন্তর্জাতিক শ্রমিক সংস্থার সুপারিশসমূহ মেনে নিয়ে মানবিক অধিকারসমূহ ভােগ করার বেতন, ভাতা, ছুটি, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি ন্যায্য পরিমাণ দেবার জন্য সরকারকে ব্যবস্থা করতে হবে।