You dont have javascript enabled! Please enable it!

ছয়-দফার নিন্দা

কুমিল্লা, ৫ই মে (এপিপি)। গত রবিবার কুমিল্লা জেলা মুসলিম লীগ কার্যনির্বাহক কমিটির সভায় গৃহীত এক প্রস্তাবে শেখ মুজিবের ছয়-দফার তীব্র সমালােচনা করা হয়। বলা হয়, ছয়-দফা দেশ ও জাতীয় স্বার্থের পরিপন্থী। উহা দেশের অখণ্ডতা ও সংহতি বিনষ্ট করিবে।
সভায় জেলার সর্বত্র পূর্ণোদ্যমে পাকিস্তান মুসলিম লীগের সদস্য সংগ্রহ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

দৈনিক পাকিস্তান, ০৭ মে ১৯৬৬

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!