লীগ নেতা বলেন : জনসমর্থনের অভাবে ৬-দফা ব্যর্থ হইয়াছে
পাকিস্তান মুসলীম লীগের (কনভেনশন) সেক্রেটারী জেনারেল সরদার মােহাম্মদ আসলাম গত রবিবার জনগণকে এই মর্মে হুঁশিয়ারি করিয়া দেন যে, কেন্দ্রীয় সরকারকে দুর্বল ও দেশকে বিচ্ছিন্ন করাই আওয়ামী লীগের ৬-দফা দাবীর লক্ষ্য।
সরদার আসলাম জাতীয় পরিষেদরও সদস্য। তিনি এ, পি, পি-র সহিত এক সাক্ষাৎকারে ৬-দফার প্রবক্তাদের বিরুদ্ধে এই মর্মে অভিযােগ করেন যে, তাঁহারা পাকিস্তানের জনগণের সামগ্রিক স্বার্থের বিরুদ্ধে কাজ করিতেছেন। তিনি বলেন, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ছাড়া এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছাড়া। টিকিয়া থাকিতে পারে না। জাতীয় ঐক্য ও সংহতিই আজিকার সবচেয়ে বড় প্রয়ােজন।
লীগ নেতা বলেন যে, বৃহত্তর জনসাধারণের সমর্থন ও সহানুভূতি লাভ করিতে না পারায় ৬-দফা কর্মসূচীঃ ব্যর্থ হইয়াছে। দেশের উভয় অংশের জনগণ বুঝিতে পারিয়াছে যে, এই কর্মসূচী দেশকে বিচ্ছিন্ন করিবে। তিনি আরও বলেন, একবার জাতীয় সংহতিতে ফাটল ধরিলে উহা দেশের জনগণের জন্য বিপর্যয় ডাকিয়া আনিবে। সরদার আসলাম বলেন, আগামী ১৫ই জুন হইতে দেশব্যাপী সর্বনিম্ন স্তর হইতে নূতন করিয়া মুসলীম লীগ সদস্য সংগ্রহ শুরু করা হইবে।-এ, পি, পি।
দৈনিক ইত্তেফাক, ২৪ মে ১৯৬৬