আবার ট্যাঙ্ক আর কামান
“বাংলার মানুষ আমাদের শক্তি দেখেছে। আমরা আবার তাদের উপর হামলা করতে সদা প্রস্তুত।” জনৈক বিদেশী সাংবাদিককে গ্রাম বাংলার কোন এক এলাকায় অনেকগুলি ট্রাঙ্ক আর কামান দেখিয়ে ইয়াহিয়ার পােষা পুত্র জেনারেল নিয়াজি এই কথা বলেছে। চারিদিক মুক্তি বাহিনীর প্রবল সাফল্যের সংবাদে গতি টিকিয়ে রাখা তাদের পক্ষে ভার হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ আট মাসের আক্রমণে কমপক্ষে বারাে হাজারের ও বেশী পাকিস্তানী সৈন্য খতম হয়েছে। স্বদেশী ভাইদের আত্মীয়ের কাছে জবাবদিহী দিতে আজ ইয়াহিয়া আর তার জেনারেলরা ব্যস্ত। এবার যাওয়ার পালা শুরু হয়েছে। তার আগেই মরণ ছােবল। তাই দেখেছি ঢাকার বুকে শুরু হয়েছে আবার তাণ্ডব লীলা। উক্ত বিদেশী সাংবাদিক আরও জানিয়েছেন যে সামরিক বাহিনী যাবার আগে গ্রামের নিরীহ জনতার উপর আবার হামলা করবে। কিন্তু মুক্তি বাহিনীর বীর যােদ্ধারা সেই সমস্ত হামলাকে প্রতিহত করার জন্য সদা প্রস্তুত। ট্যাঙ্ক আর কামান বাংলার বুকে হার মেনেছে। জনতার বুকে আজ আর কামানের গােলাকে লুফে নেবার সমস্ত কায়দা জনতা শিখেছে তাই দেখে মনে হয় জয় জনতার হবেই।
সংগ্রামী বাংলা ঈদ সংখ্যা
২৩ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯