মােকাবেলা সভায় মিলনে ভুট্টোর ইচ্ছা প্রকাশ
ঢাকা, ১৩ই এপ্রিল।পররাষ্ট্র উজীর জনাব জুলফিকার আলী ভুট্টো অদ্য শেখ মুজিব ছয়-দফা ও অন্যান্য দাবী সম্পর্কে আলােচনা করার জন্য যে আমন্ত্রণ করিয়াছিলেন তাহা গ্রহণ করিয়াছেন এবং আগামী ১৭ই এপ্রিল একটি মােকাবেলা সভায় মিলিত হওয়ার ইচ্ছা প্রকাশ করিয়াছেন।
এ পি পি-র সংবাদদাতার সহিত সাক্ষাৎকারে জনাব ভুট্টো বলেন যে, চলতি মাসের ১৯ তারিখে আঙ্কারায় অনুষ্ঠিত সেন্টো সম্মেলনে যােগদানের জন্য আমাকে আঙ্কারা গমন করিতে হইতেছে। ফলে আগামী ২৪ শে তারিখের সভায় যােগদান করা আমার পক্ষে সম্ভব হইবে না।
তিনি বলেন যে, জনাব মুজিবর রহমান উক্ত নির্ধারিত তারিখের পূর্বেই মিলিত হইতে প্রস্তুত রহিয়াছেন। আগামী ২৪ তারিখের পূর্বেই তিনি মােকাবেলা। বৈঠকে মিলিত হইতে প্রস্তুত আছেন বলিয়া জনাব ভুট্টো প্রকাশ করেন।
এ পি পি-র সংবাদদাতার নিকট জনাব ভূট্টো নিম্নলিখিত বিবৃতি প্রদান করেন—আগামী ২৪ শে এপ্রিল পল্টন ময়দানে ছয়-দফা ও অন্যান্য বিষয় আলােচনা করার জন্য জনাব মুজিবর রহমান সংবাদপত্র মারফত আমাকে আমন্ত্রণ। জানাইয়াছেন।
পাকিস্তানের জাতীয় সংহতির প্রশ্নে আমি উপরােক্ত আলােচনাসভাকে স্বাগত জানাইতেছি। শুধুমাত্র আলােচনার ফলেই এই সমস্ত মৌলিক প্রশ্নের সমাধান সম্ভবপর। চলতি মাসের ১৯ তারিখে আমার আঙ্কারা সফরের ফলে আমার পক্ষে ২৪ তারিখের আলােচনাসভায় যােগদান করা সম্ভব হইতেছে না। যাহা হউক জনাব মুজিবর রহমান উক্ত তারিখের পূর্বেই আমার সঙ্গে মিলিত হইতে প্রস্তুত রহিয়াছেন। আমিও ২৪ তারিখের পূর্বেই তাঁহার সঙ্গে মিলিত হইতে প্রস্তুত আছি। ১৭ই এপ্রিল আমার করাচী প্রত্যাবর্তন করার কথা ছিল। আমার করাচী প্রত্যাবর্তন একদিন স্থগিত রাখিয়া ২৪ শে তারিখের পরিবর্তে আমি ১৭ই তারিখে। তাঁহার সহিত মিলিত হইতে প্রস্তুত আছি। জনাব মুজিবর রহমান যদি আমার। প্রস্তাবে রাজী হন, তবে তিনি আমার সঙ্গে আলােচনায় অংশগ্রহণ করিতে পারেন।
আজাদ, ১৪ এপ্রিল, ১৯৬৬