You dont have javascript enabled! Please enable it! 1967.09.21 | শেখ মুজিবের ছয়-দফা পাকিস্তানের সংহতি বিরোধী-লুন্দখাের | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

শেখ মুজিবের ছয়-দফা পাকিস্তানের সংহতি বিরোধী-লুন্দখাের

লাহাের, ২০শে সেপ্টম্বর।-খান গােলাম মােহাম্মদ লুন্দখাের গত সােমবার। এখানে বলেন যে, শেখ মুজিবর রহমানের ছয়-দফা কার্যক্রম পাকিস্তানের সংহতি ও আদর্শের সম্পূর্ণ বিরােধী।

সাংবাদিকদের সহিত এক ঘরােয়া আলোচনাকালে জনাব লুন্দখাের উক্ত মন্ত ব্য করেন। তিনি বলেন যে, উক্ত কার্যক্রম পাকিস্তানের দুই অংশকে পরস্পর হইতে বিচ্ছিন্ন করিবে।—পিপিএ

দৈনিক পয়গাম, ২১ সেপ্টেম্বর ১৯৬৭