কোরাঙ্গী আওয়ামী লীগ সভা শেখ মুজিবসহ আটক নেতাদের আশু মুক্তি দাবী
করাচী, ২১ শে মে।—গত ১৮ই মে কোরাঙ্গী ও লেব্ধি আওয়ামী লীগ কর্মীদের এক সভায় ৬-দফা আদায়ের পক্ষে প্রবল জনমত গড়িয়া তােলার সিদ্ধান্ত গৃহীত হয়। কোরাঙ্গী আওয়ামী লীগের আহ্বায়ক জনাব আবদুল লতিফ উক্ত সভায়। সভাপতিত্ব করেন।
উক্ত সভায় বক্তৃতাদানকালে করাচী প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব খলিল আহমদ তিরমিজি পূংখানুপূঙ্খরূপে ৬-দফা প্রস্তাবের ব্যাখ্যা করেন। ৬-দফা বাস্তবায়নের জন্য অবিলম্বে আন্দোলনে ঝাঁপাইয়া পড়ার জন্য তিনি আওয়ামী লীগ কর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় গৃহীত এক প্রস্তাবে জনাব শেখ মুজিবর রহমানসহ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা করিয়া অবিলম্বে ধৃত নেতৃবৃন্দের মুক্তি দাবী করা হয়।
৬-দফা প্রস্তাবকে নিজ নিজ এলাকায় জনপ্রিয় করিয়া তােলার উদ্দেশ্যে সভায় মুন্সী এস. এম. খানকে চেয়ারম্যান করিয়া একটি কমিটি গঠন করা হয়।–সংবাদদাতা।
আজাদ, ২২ মে ১৯৬৬