৬-দফার বাস্তবায়নে ঐক্যবদ্ধ হােন বিভিন্ন স্থানে অনুষ্ঠিত জনসভায় নেতৃবৃন্দের আহ্বান
(নিজস্ব সংবাদদাতা)
বরিশাল, ২২ শে এপ্রিল। পটুয়াখালী মহকুমা আওয়ামী লীগের উদ্যোগে ৬-দফার সমর্থনে স্থানীয় টাউন হলে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভা অপরাহ্ন ৪ টায় শুরু হইয়া রাত্র সাড়ে ৮টা পর্যন্ত চলে। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের ভাইসপ্রেসিডেন্ট জনাব মােহাম্মদ মালেক। সভায় বিপুল জনসমাগম হয়। এই বিরাট জনসভায় বক্তৃতাদান করেন জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ডাঃ আজহার উদ্দীন আহমদ এম. পি. এ, জেলা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী জনাব নূরুল ইসলাম (মঞ্জুর) ও পটুয়াখালী আওয়ামী লীগের সেক্রেটারী জনাব আবদুল আজিজ খােন্দকার।
জনসভায় বক্তৃতা প্রসঙ্গে ডাঃ আজহার উদ্দীন আহমদ বলেন যে, বর্তমান শাসন পদ্ধতিতে জনসাধারণের বক্তব্যের কোনই মূল্য নাই, এমনকি সরকার ও মন্ত্রীদেরও একই অবস্থা। মন্ত্রীদের জনসাধারণের মতামতের প্রতি কোন দায়িত্ব নাই।
তিনি আরও বলেন যে, পূর্ব পাকিস্তানের পুনঃ পুনঃ ঘূর্ণিঝড়ের ব্যাপারে সরকার অদ্যাবধি কোন স্থায়ী বা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন নাই। ৬-দফার বাস্ত বায়নে তিনি জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনান। জনাব নূরুল। ইসলাম (মঞ্জুর) তাঁহার বক্তৃতায় বলেন যে, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি ৬-দফার বাস্তবায়নের মাধ্যমেই নিহিত রহিয়াছে। ৬-দফা পাকিস্তানের‘ম্যাগনাকার্টা’ স্বরূপ বলিয়া তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, যত শক্তিশালী হউক না কেন, কোন সরকারই জনসাধারণের দাবী দাবাইয়া রাখিতে পারে না। ৬-দফা দাবী বাস্তবায়নে তিনি জাতীয় নেতা শেখ মুজিবর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান। সভাপতির ভাষণে জনাব মালেক ৬-দফার দাবীতে পর্বতের ন্যায় অটল থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। পটুয়াখালী আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব কাশেম আলী সভায় কতিপয় প্রস্তাব পাঠ করেন এবং সর্বসম্মতিক্রমে উহা গৃহীত হয়।
লালমনিরহাট জনসভায় সংকল্প প্রকাশ
লালমনিরহাট, ২৮ শে এপ্রিল। রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আবদুল হামিদের সভাপতিত্বে এবং লালমনিরহাট লীগের উদ্যোগে গত ২৫শে এপ্রিল এখানে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তা বর্তমান সরকারের অগণতান্ত্রিক নীতির সমালােচনা করিয়া বলেন যে, ৬-দফা পূর্ব পাকিস্তানের বাঁচা-মরার দাবী যে-কোন। মূল্যের বিনিময়ে এই দাবী আদায় করিতেই হইবে।
সভায় ৬-দফা আদায়ের সংকল্প শেখ মুজিবর রহমানকে অহেতুক হয়রানির নিন্দা, নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যমূল্যের জন্য গভীর উদ্বেগ প্রকাশ ও টেণ্ডুপাতা অর্ডিন্যান্স প্রত্যাহারের দাবী জানাইয়া কতিপয় প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় রংপুর জেলা আওয়ামী লীগ সম্পাদক জনাব নূরুল হক এডভােকেট; জেলা সহসম্পাদক জনাব আবুল হােসেন, জাতীয় পরিষদ সদস্য জনাব কামরুজ্জামান প্রমুখ অনেকে বক্তৃতা করেন।
দৈনিক ইত্তেফাক, ০১ মে ১৯৬৬