ছয়-দফা কর্মসূচী
শেখ মুজিব বলেন, “১৯৬৬ সালে যখন ছয়-দফা কর্মসূচী ঘােষণা করি, তখন ইহা আমার ব্যক্তিগত সম্পত্তি ছিল পরে তাহা আওয়ামী লীগের সম্পত্তি হয়। এবার নির্বাচনের মাধ্যমে জনগণ ছয়-দফার পক্ষে রায় দান করিয়াছে। এখন উহা। জাতির সম্পত্তিতে পরিণত হইয়াছে। তাই আজ আর ইহার কোন পরিবর্তন বা পরিবর্ধনের ক্ষমতা শেখ মুজিবর রহমান বা আওয়ামী লীগের নাই।”
আওয়ামী লীগ প্রধান বলেন যে, “ছয়-দফা কর্মসূচী বাংলাদেশের সহিত পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও সীমান্ত প্রদেশের জন্য সমানভাবে প্রয়ােজ্য। সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে শােষণের হাত হইতে রক্ষা করার দায়িত্ব আওয়ামী লীগের রহিয়াছে।” তিনি বলেন, “বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তানের দরিদ্র জনসাধারণের মধ্যে কোন পার্থক্য নাই।”
আজাদ, ১৬ ফেব্রুয়ারি ১৯৭১