You dont have javascript enabled! Please enable it!

৬ দফা

১৯৭১ সবকিছুই হবে তাঁদের। ছয়-দফা ও এগারাে-দফার ভিত্তিতে স্বায়ত্তশাসনের অর্থই হচ্ছে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাহিত্য-সাংস্কৃতিক স্বাধিকার। জয় বাংলা স্লোগানেরও লক্ষ্য এই সামগ্রিক স্বাধিকার অর্জন। জনগণের সরকার কায়েম হলে বাংলার মাটিতে জাতীয় সংগীত প্রতিষ্ঠা ও একটি জাতীয় ললিতকলা একাডেমী’ গঠন করতে হবে।

সূত্র: বাঙালির কণ্ঠ, মােনায়েম সরকার সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!