You dont have javascript enabled! Please enable it!

আওয়ামী লীগের ছয়-দফা কর্মসূচী

আওয়ামী লীগের ছয়-দফা কর্মসূচী, যে কর্মসূচি এগার-দফা কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে, সে কর্মসূচি আঞ্চলিক অন্যায়-অবিচারের বাস্তব সমাধানের পথ নির্দেশ করেছে। কেন্দ্রীয় আমলাতন্ত্রে যেকানে বাঙালির প্রতিনিধিত্ব মাত্র শতকরা ১৫ ভাগ। এবং দেশে যে ধরনের শাসনব্যবস্থা কায়েম রয়েছে তাতে কেন্দ্রীভূত অর্থনৈতিক ব্যবস্থাপনার কাছ থেকে সুবিচার আশা করা যায় না। বাংলাদেশ ও অন্যান্য অনুন্নত অঞ্চলে রাজনৈতিক প্রতিনিধিরা বৃহত্তর ব্যয়বরাদ্দ আদায়ের চেষ্টা করলে। আঞ্চলিক উত্তেজনাই বৃদ্ধি পাবে এবং তার অবশ্যম্ভাবী পরিণতি হিসাবে ফেডারেল সরকারের অস্তিত্বই বিপন্ন হবে। এ অবস্থায় সমস্যাসমূহের একমাত্র সমাধান হতে পারে শাসনতান্ত্রিক কাঠামাের পুনর্বিন্যাস করে এবং ফেডারেশনের ইউনিটগুলােকে আওয়ামী লীগের ছয়-দফার ভিত্তিতে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান করে। প্রস্তাবিত এই স্বায়ত্তশাসনকে পুরােপুরি কার্যকরী করার জন্যে অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষমতাও অবশ্যই দিতে হবে। এজন্যেই মুদ্রা ব্যবস্থা ও অর্থনীতি এবং বিদেশি অর্জনের উপর ফেডারেশনের ইউনিটগুলােকে নিয়ন্ত্রণ ক্ষমতা দানের ব্যাপারে আমরা সবসময়ই গুরুত্ব দিচ্ছি।

বাঙালির কণ্ঠ, মােনায়েম সরকার সম্পাদিত, ঢাকা, আগামী প্রকাশনী, ১৯৯৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!