You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পাকিস্তান
১৮ ফেব্রুয়ারি ১৯৬৯
পল্টনের বিরাট জনসভায় মওলানা ভাসানীর ঘোষণা :
শেখ মুজিবের মুক্তি ও ১১ দফা আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবেই
(স্টাফ রিপোর্টার)

ন্যাপ প্রধান মওলানা ভাসানী গতকাল পল্টন ময়দানের এক বিরাট জনসভায় ঘোষণা করেন যে, আগরতলা মামলা প্রত্যাহার, শেখ মুজিবের মুক্তি ও ছাত্র জনতার মুক্তি সনদ এগার দফা আদায় না হওয়া পর্যন্ত বর্তমান সংগ্রাম চলতেই থাকবে। তাঁর এই আহ্বানের সমর্থনে জনতা হাত তুলে আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ঘোষণা করেন। মওলানা ভাসানী এক চরমপত্র হিসাবে ঘোষণা করেন যে, আগামী দু’মাসের মধ্যে এগার দফা বাস্তবায়নে সরকার সম্মত না হলে খাজনা ট্যাক্স আদায় বন্ধ করা হবে। তিনি বলেন, এই দু’মাসব্যাপী সভা, শোভাযাত্রা, ধর্মঘট, হরতাল প্রভৃতির মাধ্যমে ছাত্র কৃষক শ্রমিক জনতার সক্রিয় আন্দোলন অব্যাহত থাকবে। শেখ মুজিবুর রহমানের কথা উল্লেখ করে মওলানা ভাসানী বলেন, মুজিবকে নিয়ে গ্রাম বাংলার সর্বত্র ঘুরেছি এবং ১৯৫৪ সালে স্বৈরাচারী মুসলিম লীগকে খতম করেছি। মুজিবসহ আগারতলা মামলার অভিযুক্তদের ছাড়াতে না পারায় আমরা জহুরুল হককে হারিয়েছি। তিনি শেখ মুজিবের মুক্তির ব্যাপারে দৃঢ় শপথ ঘোষণা করেন। তিনি বলেন, অতীতেও বৃটিশ সরকারের সাথে গোল টেবিল বৈঠক করে দেশের আজাদী লাভ করা যায়নি।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!