দৈনিক পাকিস্তান
১৭ই ফেব্রুয়ারি ১৯৬৯
শেখ মুজিব সকাশে ব্রোহী
(ষ্টাফ রিপোর্টার)
সুপ্রিম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট জনাব এ কে ব্রোহী ডক্টর কামাল হোসেনকে সাথে নিয়ে গতকাল রোববার সকালে শেখ মুজিবর রহমানের সাথে সাক্ষাৎ করেন। তারা বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ মুজিবের মামলা সংক্রান্ত বিষয় নিয়ে মুজিবের সাথে আলোচনা করেন। জরুরী আইন প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রাইব্যুনালে শেখ মুজিবের মামলার বিচার অব্যাহত রাখার বৈধতার প্রশ্নঃ বিবাদীপক্ষের কৌসুলীদের সাথে আলোচনা এবং এ ব্যাপারে তাদের সাথে পরামর্শের জন্য ব্রোহী ঢাকায় এসেছেন।
জরুরী আইন প্রত্যাহার আসন্ন হওয়ায় জরুরী আইনের বলে জারীকৃত বিশেষ ট্রাইবুনাল গঠন অর্ডিন্যান্স পুনঃ জীবিত মৌলিক অধিকারের দ্বারা বাতিল হয়ে যায়।
ব্রোহী আরো জানান, ইতিমধ্যে জরুরী অবস্থা প্রত্যাহারের প্রেক্ষিতে ১৭ই ফেব্রুয়ারীর পর বিশেষ ট্রাইবুনালে শেখ মুজিবর রহমানের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে সরকারের কাছে একটি নোটিশ দেওয়া হয়েছে। পিপিআই এ খবর পরিবেশন করেছে।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯