You dont have javascript enabled! Please enable it!

আজাদ
১৯ ফেব্রুয়ারি ১৯৬৯
গুলীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রীডারসহ তিনজন নিহত
(স্টাফ রিপোর্টার)

এখানে প্রাপ্ত এক খবরে জানা গিয়াছে যে, আজ দুপুরের দিকে রাজশাহী শহরে ছাত্রদের এক মিছিলের উপর পুলিশের গুলীবর্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের রীডার ডঃ শামসুজ্জোহাসহ তিন ব্যক্তি নিহত হইয়াছেন। ইহা ছাড়া পুলিশের গুলীতে বিশ্ববিদ্যালয়ের আরও দুইজন শিক্ষকসহ বহু ছাত্র আহত হইয়াছেন বলিয়া এক অসমর্থিত খবরে প্রকাশ। বার্তা প্রতিষ্ঠানের খবরে প্রকাশ, বেসামরিক প্রশাসনিক কর্তৃপক্ষকে সহায়তার জন্য রাজশাহী শহরে ইপিআর তলব করা হইয়াছে।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯