আজাদ
১৭ই ফেব্রুয়ারি ১৯৬৯
গোলটেবিলে মুজিব
লাহোর, ১৬ই ফেব্রুয়ারী। প্রেসিডেন্ট আইয়ুব প্রস্তাবিত গোলটেবিল বৈঠকে শেখ মুজিবর রহমানের উপস্থিতির সুযোগদানের জন্য রাজী হইয়াছেন। ‘ডাক’ মুখপাত্র জনাব মাহমুদ আলী আজ এখানে উক্ত তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, “ডাক ইতিপূৰ্ব্বেই প্রেসিডেন্টকে জানাইয়া দিয়াছিল যে, তাহাদের জোট বহির্ভুত রাজনৈতিক দল সমূহ ও স্বতন্ত্র নেতৃবর্গকে আমন্ত্রণ জ্ঞাপনের দায়িত্ব তাঁহার নিজের।”
অপর এক খবরে প্রকাশ, আজ সাংবাদিকগণ বৈঠকে শেখ মুজিবের উপস্থিতি সম্পর্কে জনাব মাহমুদ আলীর নিকট নিম্নোক্ত প্রশ্নসমূহ উত্থাপন করেন :-
প্রশ্ন-জনাব শেখ মুজিবকে প্রহরাধীনে বৈঠকে হাজির করা হইবে, না মুক্ত অবস্থায় তিনি আসিবেন?
উত্তর-আমি উহার কোনটাই অবগত নহি। সরকারই উহা বলিতে পারেন। কিন্তু আমরা মুক্ত স্বাধীন ব্যক্তি হিসাবেই তাঁহার উপস্থিতি কামনা করি। প্রশ্ন-বৈঠকে যোগদানের ব্যাপারে ডাক’এর অন্যতম পূর্ব্বশর্ত ছিল শেখ মুজিব, জনাব ভুট্টো ও ওয়ালী খানকে মুক্তিদান। এখন যদি শেখ সাহেবকে মুক্ত স্বাধীন ব্যক্তি হিসাবে হাজির করা না হয় তবে আপনাদের মনোভাব কি হইবে?
উত্তর-আমি ডাক’এর সিদ্ধান্ত ঘোষণা করিলাম মাত্র। ইহার বেশী কোন বিশ্লেষণ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
প্রশ্ন-উহার অর্থ কি এই যে, শেখ মুজিবকে মুক্তিদান ছাড়াই হাজির করা হইবে?
উত্তর-ডাক নেতৃবর্গ ইতিমধ্যেই আটক নেতা শেখ মুজিবের সহিত আলাপ করিয়াছেন।
প্রশ্ন-১৯শে ফেব্রুয়ারী বৈঠক অনুষ্ঠানের জন্য সোপারেশ রহিয়াছে। উহাতে যোগদানের জন্য শেখ সাহেব কখন পিণ্ডি পৌঁছিবেন?
উত্তর-আমরা ঠিক জানি না। যত সত্বর সম্ভব আসিবেন।
প্রশ্ন-আপনারা যদি পিণ্ডিতে প্রেসিডেন্টের মেহমান হন, তবে শেখ মুজিবর রহমান তাহার সহিত থাকিতে রাজী হইবেন? উত্তর-উহা তাহার উপর নির্ভর করে। -এপিপি/পিপিআই
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯