You dont have javascript enabled! Please enable it! 1969.02.19 | মুক্ত মানুষ হিসেবে মুজিবের বৈঠকে যোগদান সম্পর্কে তাজউদ্দিন | দৈনিক পাকিস্তান - সংগ্রামের নোটবুক

দৈনিক পাকিস্তান
১৯শে ফেব্রুয়ারি ১৯৬৯
মুক্ত মানুষ হিসেবে মুজিবের বৈঠকে যোগদান সম্পর্কে তাজউদ্দিন

লাহোর, ১৮ই ফেব্রুয়ারী (এপিপি)।— ছয়দফাপন্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ আজ এখানে বলেন যে, শেখ মুজিবর রহমান আলোচনার টেবিলে ‘মুক্ত মানুষ’ হিসেবে আসবেন বলে তাঁকে ধারণা দেয়া হয়েছে।
ঢাকা থেকে রাওয়ালপিণ্ডি গমনের পথে এখানে তিনি এই তথ্য প্রকাশ করেন।
সরকার না গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ তাকে উক্ত ধারণা দিয়ে প্রশ্ন করা হলে জনাব তাজউদ্দিন বলেন যে, গতকাল জনাব সবুর খানের বাসভবন থেকে তাঁর সঙ্গে টেলিফোনে আলাপ করা হয়েছে। মৌলবী ফরিদ আহমদ তার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন এবং তাকে (জনাব তাজউদ্দিনকে) বলা হয়েছে যে জনাব নসরুল্লাহ খানও জনাব সবুরের বাসভবনে উপস্থিত আছেন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯