You dont have javascript enabled! Please enable it!

আজাদ
২০শে ফেব্রুয়ারি ১৯৬৯
গোলটেবিল বৈঠকে যোগদানের পূর্ব্বশর্ত হিসাবে মোর্শেদ কর্তৃক আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দাবী

ঢাকা, ১৮ই ফেবরুয়ারী।-পূর্ব্ব পাকিস্তান হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি জনাব এস, এম, মোর্শেদ অদ্য প্রস্তাবিত গোলটেবিল বৈঠকে তাহার যোগদানের পূর্ব্বশর্ত হিসাবে আগরতলা ষড়যন্ত্র মামলার পূর্ণ প্রত্যাহার এবং শেখ মুজিবর রহমানের মুক্তির দাবীর কথা পুনরায় ঘোষণা করিয়াছেন।
অদ্য অপরাহ্নে রাওয়ালপিণ্ডির পথে লাহোর যাত্রার প্রাক্কালে জনাব মোর্শেদ সাংবাদিকদের সহিত আলোচনা করিতেছিলেন।
বিচাপতি মোর্শেদ জোর দিয়া বলেন যে, শেখ মুজিব ও মওলানা ভাসানীর অনুপস্থিতে আলোচনা ফলপ্রসু হইতে পারে না।
আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে বিচারপতি এস, এম, মোর্শেদ বলেন যে, এই মামলার আইনগত বৈধতা সম্পর্কে আমি সৰ্ব্বদাই দৃঢ় মত পোষণ করিয়া আসিয়াছি।
তিনি বলেন, এই সম্পর্কে তিনি সম্মেলন টেবিলে সরকারের নিকট তাহার মতামত পেশ করিবেন।
তিনি বলেন, ছাত্র ও জনসাধারণের বিরুদ্ধে সকল প্রকার দমনমূলক ব্যবস্থা অবিলম্বে অবশ্যই বন্ধ করিতে হইবে। তাহা হইলে আলোচনা অনুষ্ঠানের জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি হইবে।
তিনি বলেন, তিনি ‘ডাক’ ও বিরোধী দলীয় অন্যান্য নেতার সহিত মিলিত হওয়ার জন্য পিণ্ডি গমন করিতেছেন এবং তারপর তিনি গোলটেবিল বৈঠকে যোগদান করিবেন। —পিপিআই

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!