সংবাদ
২১শে ফেব্রুয়ারি ১৯৬৯
বেতার কর্তৃক প্রচারিত খবরের প্রতিবাদ- শেখ মুজিব প্যারোলে যাইবেন না
ঢাকা, ২০শে, ফেব্রুয়ারী (এপিপি)।- শেখ মুজিবর রহমান প্যারোলে গোলটেবিল বৈঠকে যোগদানের উদ্দেশ্যে রাওয়ালপিণ্ডি যাইতেছেন বলিয়া পাকিস্তান বেতার হইতে যে খবর প্রচারিত হইয়াছে, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান চৌধুরী উহার প্রতিবাদ করিয়াছেন।
জনাব রহমান এক বিবৃতিতে বলেন যে, উক্ত খবরের কোন সত্যতা নাই। তিনি বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা না হইলে শেখ মুজিবর রহমান গোলটেবিলে যাইবেন না।
জনাব রহমান বলেন, “শেখ মুজিবর রহমান প্যারোলে গোলটেবিল বৈঠকে যোগদানের উদ্দেশ্যে রাওয়ালপিণ্ডি যাইতেছেন বলিয়া জনাব ফরিদ আহমেদের উদ্ধৃতি দিয়া পরিবেশিত পাকিস্তান বেতারের খবরে আমি মর্মাহত হইয়াছি। এই খবরের কোন সত্যতা নাই। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহৃত না হইলে শেখ মুজিবর রহমান গোল টেবিলে যাইবে না। আমি অবাক হই যে, কীভাবে ‘ডাক’ আহ্বায়ক নওয়াবজাদা নসরুল্লাহ খান এই বিভ্রান্তিকর খবরকে সত্য বলেন। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের পক্ষ হইতে আমি পাকিস্তান বেতারের এই খবরের প্রতিবাদ জানাইতেছি কারণ, শেখ মুজিব এখনও ক্যান্টনমেন্টেই।”