আজাদ
২৩শে ফেব্রুয়ারি ১৯৬৯
চট্টগ্রাম আওয়ামী লীগ নেতৃবর্গের বিবৃতি : মুজিবকে ছাড়া গোলটেবিল অবান্তর
(সংবাদদাতার তার)
চট্টগ্রাম, ২০শে ফেবরুয়ারী।-চট্টগ্রাম আওয়ামী লীগের জনাব এম, এ, আজিজসহ ৭ জন নেতা আজ এক বিবৃতিতে প্রস্তাবিত গোলটেবিল বৈঠকের পূর্ব্বশর্ত হিসাবে আগরতলা মামলা প্রত্যাহার, শেখ মুজিবকে মুক্তিদান ও দেশে স্বাভাবিক অবস্থা ফিরাইয়া আনার দাবী জানাইয়াছেন।
উহাতে তাঁহারা বলেন যে, ডাক নেতৃবর্গ যদি এই বিষয়গুলির উপর আপোষ রফার মাধ্যমে শেখ মুজিবসহ অন্যান্য নেতৃবৰ্গকে বাদ দিয়া বৈঠকে বসেন, তবে তাহারাই উহার পরিণতির জন্য দায়ী থাকিবেন।
উক্ত বিবৃতিতে অন্যান্য স্বাক্ষরদাতাগণ হইতেছেন-জনাব আবদুল্লাহ আল হারুণ চৌধুরী, জনাব এম, এ হান্নান, জনাব মুয়িদুল আলম, জনাব আবু সালেহ, জনাব এম, কফিলুদ্দিন এবং জনাব এ, কে আজাদ।
বিবৃতিতে আশঙ্কা করা হয় যে, সে ক্ষেত্রে দেশের সংহতি পর্য্যন্ত বিপন্ন হইয়া পড়িতে পারে।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯