আজাদ
২৪শে ফেব্রুয়ারি ১৯৬৯
গুলীবর্ষণ সম্পর্কে শেখ মুজিব
গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের সম্মুখে জনসভা হইতে গৃহ প্রত্যাবর্তনকারী জনতার উপর সম্মিলিত বাহিনীর গুলীবর্ষণের উপর শেখ মুজিবর রহমান একটি বিবৃতি দিয়াছেন।
শেখ মুজিবর রহমানের বিবৃতি নিম্নরূপ:
“আজ সন্ধ্যায় ঢাকা ক্লাবের সম্মুখে এক মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি অত্যন্ত মৰ্ম্মাহত হইয়াছি। রেসকোর্সের ময়দানে দশ লক্ষ লোকের ঐতিহাসিক জনসভা আজ এই মৰ্ম্মে শপথ গ্রহণ করিয়াছে যে, শহীদের আত্মত্যাগ পূত সংগ্রামকে আমরা কিছুতেই অবাঞ্চিত উত্তেজনা সৃষ্টির মুখে লক্ষ্যভ্রষ্ট হইতে দিবনা। এক্ষণে এই শপথ রক্ষার জন্য আমি আমার প্রিয় দেশবাসীর কাছে আকুল আবেদন জানাইতেছি।”
‘আমাদের নিরবচ্ছিন্ন সংগ্রামের ফলে দেশের দিগন্তে যে আশার আলো ফুটিয়া উঠিয়াছে উহাকে যে কোন মূল্যে রক্ষা করিতে হইবে।’
‘যে কোন প্রকার প্ররোচনা ও উত্তেজনার মুখে দেশবাসীকে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করার জন্য আমি আবার আবেদন জানাইতেছি। সরকারকেও আমি কোন প্রকার প্ররোচনা প্রদান ও উস্কানীমূলক কাজ না করার জন্য সতর্ক করিয়া দিতেছি।
“এই দূর্ঘটনায় যাহারা আহত ও ক্ষতিগ্রস্ত হইয়াছেন তাহাদের ও তাহাদের আত্মীয়স্বজনদের প্রতি আমি আন্তরিক সহানুভূতি ও সমবেদনা জানাইতেছি।”
উল্লেখ্য যে, পূৰ্ব্ব পাকিস্তান সরকারের জনসংযোগ বিভাগ জনাব শেখ মুজিবর রহমানের উক্ত বিবৃতিটি সংবাদপত্রে প্রচার করেন।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯