You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশ প্রশ্নে সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে দ্রুত আলোচনা অনুষ্ঠানে জাতিসংঘ আগ্রহী

জাতিসংঘ। জাতিসংঘের সেক্রেটারি জে, ড, কার্ট ওয়ান্ডহেইম সোমবারে বলেন যে, বাংলাদেশ প্রশ্নে সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে যাতে দ্রুত আলোচনা শুরু হতে পারে, সে বিষয়ে তিনি আগ্রহী। ড. ওয়াল্ডহেইম তথ্য প্রকাশ করেন যে, রেডক্রস পূর্ব হতেই যুদ্ধ বন্দি প্রশ্নটি নিয়ে ব্যস্ত হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক ক্ষেত্রে সংশ্লিষ্ট দুটি অথবা তিনটি পক্ষের মধ্যে আলোচনা শুরু ত্বরান্বিত করার ব্যাপারে জাতিসংঘ কত দূর কি করতে পারে , সে সম্পর্কে তিনি মি, উইনস্পেয়ার ও জাতিসংঘ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, এ ব্যাপারে রেডক্রস কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে বলে আমরা অনুভব করি, ইতোপূর্বেই বিনিময় সমস্যাটি সমাধানের দায়িত্ব রেডক্রস গ্রহণ করেছে, একই সাথে দুটি সমস্যা সমাধানের চেষ্টা চলতে পারে। রেডক্রস মানবিক দিক নিয়ে ব্যস্ত রয়েছে, একই সঙ্গে রাজনৈতিক আলোচনা শুরু হতে পারে। এই আলোচনা যাতে দ্রুত শুরু হয়, সে বিষয়ে আমরা আগ্রহী। ড. ওয়াল্ডহেইম সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও ল্যাটিন আমেরিকা সফর করে আসছেন। তিনি সাংবাদিক সম্মেলনে তার সফরের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন। তিনি জানান যে, তার লন্ডন ও প্যারিস সফরকালে বাংলাদেশ প্রশ্ন আলোচিত হয়েছে। বাংলাদেশ প্রশ্নে ধরনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে-এ- প্রশ্নের জবাবে জাতিসংঘ সেক্রেটারি জে. বলেন, বিষয়টির রাজনৈতিক ও মানবিক উভয় দিকই আলোচিত হয়েছে। যুক্তরাজ্যে তার যে আলোচনা হয়েছে সে সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশকে সাহায্য করার জন্য বৃটেন সম্ভাব্য সবকিছুই করছে। গণতন্ত্র যেখানে আহত আমাদের কণ্ঠ সেখানেই সোচ্চার

রেফারেন্স: ২৫ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!