You dont have javascript enabled! Please enable it!

গণস্বার্থবিরোধী মহল আবার তৎপর হয়ে উঠেছে- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দেশের বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। জনগণ দেশত্ববোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে এলে শশ্মানের বুকে আবার সোনার বাংলা গড়ে উঠবে বলে তিনি তার দৃঢ় আস্থার কথা প্রকাশ করেন। গত বৃহস্পতিবার শেরে বাংলার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ অফিসে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। স্বার্থবাদী মহলের গণস্বার্থবিরোধী কার্যকলাপে বিস্ময় প্রকাশ করে বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এলো চার মাস যেতে না যেতেই মানুষ তাদের আত্মদানের কথা ভুলে স্বার্থান্বেষী হয়ে উঠেছে। সমাজের ‘হোয়াইট কলার’ শ্রেণির বাবুদের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে আমদানিকৃত খাদ্যশস্য যোগাযোগের অভাবে সময়মতো জনগণের কাছে প্রেরণে যে বিলম্ব হচ্ছে ব্যবসায়ীরা সেই সুযোগ নিচ্ছে। তারা মানুষের দুঃখ দুর্দশার মাঝেও টাকা বানাচ্ছে। তারা সংযত না হলে জনগণ অসাধু ব্যবসায়ীদের অর্থ ছিনিয়ে নিতে বাধ্য হবে। আর এই পরিস্থিতির উদ্ভব হলে আমি জনগণের সঙ্গেই থাকবো। অপপ্রচার : সরকারের বিরুদ্ধে ফিসফিস করে প্রচারণা চালানো সম্পর্কে সতর্ক করে দিয়ে তিনি বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি এবং শিল্প জাতীয়করণ সম্পর্কে গোপন অপপ্রচার চলছে। কিন্তু আমাদের সহনশীলতাকে দুর্বলতা মনে করলে ভুল করা হবে। জনগণ আমাদের সঙ্গে রয়েছে। স্বাধীনতা ও গণতন্ত্রের অপব্যবহার হতে তিনি কিছুতেই দেবেন না। শ্রমিকদের প্রতি : শ্রমিকদের প্রতি কঠোর পরিশ্রম ও উৎপাদন বৃদ্ধির আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেন, ব্যাংক, বীমাসহ যেসব শিল্প জাতীয়করণ করা হয়েছে সেগুলো এখন সাড়ে সাত কোটি মানুষের সম্পত্তি। কাজে ফাকি দিয়ে সেগুলো নষ্ট করতে দেয়া হবে না। বন্ধু রাষ্ট্র থেকে খাদ্যশস্য ও প্রয়োজনীয় জিনিস এনে সরকার জনগণের অভাব মেটানোর চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাই সবার উর্ধ্বে। সাহায্যের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা কিছুতেই বিকিয়ে দিতে পারব না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি হুঁশিয়ারি : বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সতর্ক করে দিয়ে বঙ্গবন্ধু বলেন, এক শ্রেণির লোক দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যদি তারা দুষ্কর্ম থেকে বিরত না হয় তবে জনগণ তাদেরকে ক্ষমা করবে না। তিনি বলেন, তাদের সম্পর্কে আমি অনেক কিছুই জানি। তাদের কার্যকলাপ ও গোলযোগ সৃষ্টি থেকে তারা বিরত না হলে আমি জনসম্মুখে তা ফাস করে দেব।

রেফারেন্স: ২৭ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!