ভারত-বাংলাদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠক
বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় দিনের চূড়ান্ত আলোচনায় উভয় দেশে বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ ও জল সম্পদ ব্যবহার প্রশ্নে পূর্ণ মতৈক্যে পৌঁছেছে। বাসস ও এনার খবরে বলা হয়েছে যে, উভয় দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব করেন স্ব স্ব দেশের সেঁচ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী খন্দকার মোশতাক আহমদ ও ড. কে এল রাও। ইতোমধ্যে ভারতীয় মন্ত্রী ড. কে এল রাও কাপ্তাইয়ে জল সংরক্ষণাগার পরিদর্শন করেন। তিনি আজ সিরাজগঞ্জ সফর করবেন। তিনি গতকাল বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন এবং আজ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করবেন। তিনি আগামিকাল নয়াদিল্লির পথে ঢাকা ত্যাগ করবেন। পূর্ববর্তী খবরে বলা হয়েছে যে, ফারাক্কা বাঁধ এবং বাংলাদেশে বর্ষাকালে জল সংরক্ষণ ও শীতকালে তা ছাড়ার কর্মসূচির ব্যাপারে রদবদল সম্পর্কে তাদের আলোচনা সন্তোষজনক হয়েছে। বাংলাদেশ বিশেষজ্ঞগণএ অভিমত প্রকাশ করেন যে, বঙ্গবন্ধুর প্রতিবেশি হিসেবে ভারত এরূপ প্রকল্পে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসতে পারে। এবং অন্তবর্তীকালে উত্তর বঙ্গের স্বার্থে ফারাক্কা থেকে শীতকালে জল সরবরাহ ও বর্ষাকালে তার সুস্থ। নিষ্কাষণ করা যেতে পারে। বিশেষজ্ঞগণ বাংলাদেশের পূর্বাঞ্চল থেকে উত্তরবঙ্গ সংলগ্ন প্রতিবেশী ভারতীয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ প্রশ্ন নিয়েও আলোচনা করেন।
রেফারেন্স: ২৮ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ