বিশ্বের শান্তিপ্রিয় মানুষ ভিয়েতনামের সংগ্রামী জনতার পক্ষে রয়েছে – বঙ্গবন্ধু
বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, ভিয়েতনাম ভুখণ্ড থেকে অবিলম্বে বিদেশি সৈন্য প্রত্যাহার করতে হবে। বাসস’র প্রতিনিধির সাথে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, ভিয়েতনামী জনগণকেই তাদের ভাগ্য নির্ধারণ করতে দিতে হবে। তিনি আরো বলেন, সমগ্র বিশ্ববাসী আজ ভিয়েতনাম পরিস্থিতিতে গভীর ভাবে উদ্বিগ্ন হয়ে পরেছেন। বঙ্গবন্ধু বলেন, ‘আমি বিশ্বাস করি, বিশ্বের শক্তি প্রিয় মানুষ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রমনা জনগণ ভিয়েতনামের সংগ্রামী মানুষের পক্ষে রয়েছেন।
রেফারেন্স: ২৯ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ