You dont have javascript enabled! Please enable it! 19721.04.30 | সমাজতন্ত্রের পথে কোন বাধা সহ্য করা হবে না- তাজউদ্দীন আহমদ | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

সমাজতন্ত্রের পথে কোন বাধা সহ্য করা হবে না- তাজউদ্দীন আহমদ

অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ জাতীয় পুনর্গঠন কাজে আত্বনিয়গ করার জন্য যুব সমাজের আহবান জানিয়েছেন। সমাজতন্ত্র ও শোষণ মুক্তির জাতীয় কর্মসূচির প্রেক্ষিতে বাংলাদেশে মুক্ত সমাজ গড়বার পথে যে সকল শক্তি বাধা সৃষ্টি করতে পারে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্যও জনাব আহমদ জানান। জনাব তাজউদ্দিন আহমদ গতকাল রোববার কারিগরী মিলনায়তনে বিশ্ব বাঙালি যুবসংস্থার সম্মেলনের উদ্বোধনী ভাষণ দিচ্ছিলেন। যে সকল শক্তি বাংলাদেশের স্বাধিনতার সঙ্গে নিজেদেরকে খাপ খাওয়াতে পারেনি তাদের সম্পর্কেও তিনি যুব সমাজকে সতর্ক থাকতে বলেন। জনাব তাজউদ্দিন দৃঢ়তার সাথে বলেন, আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে এবং সমাজতন্ত্র জাতীয় কর্মসূচি বাস্তবায়নে দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি বলেন যে, জাতীয় লক্ষ্যে পৌঁছানোর পথে কোনো বাধাকে জনসাধারণই প্রতিহত করবে। তিনি জনসাধারণকে কমিউনিস্টেদের খপ্পর আর রক্ষার নামে মার্কিন প্রশাসনিক গোষ্ঠির মোড়লীপনার সমালোচনা করেন। জনাব আহমদ ভিয়েতনাম থেকে অবিলম্বে সৈন্য প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে উপদেশ দেন। পাকিস্তানে আটক ৪ লাখ বাঙালি সম্পর্কে আন্তর্জাতিক রেডক্রস ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষ্ক্রীয় ভূমিকায় জনাব আহমদ ক্ষোভ প্রকাশ করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যদি ৪ লাখ আটক বাঙালিকে উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয় তাহলে লীগ অব নেশনের মতই জাতিসংঘের ভাগ্যেও একই পরিনতি ঘটবে। জনাব আহমদ বলেন যে, বাংলাদেশের জনসাধারণ জাতিসংঘের আদর্শকে বিশ্বাস করে, কিন্তু তাই বলে বাহিরে থেকে বৃহৎ শক্তির কোনো চক্রান্তকে সহ্য করবে না। বৃহৎ শক্তির মোড়লীপনা করার দিন শেষ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। জাতীয় লীগের সভাপতি জনাব আতাউর রহমান সমাজে ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে জনসাধারণকে অবশ্যই সুখী ও সমৃদ্ধ করে তুলতে হবে। জাতীয় কংগ্রেসের নেতা শ্রী ভবেশ চন্দ্র নন্দী দেশে যে বিপ্লব হয়েছে তা ঠিকভাবে উপলব্ধি করার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান।

রেফারেন্স: ৩০ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ