You dont have javascript enabled! Please enable it!

শক্তি প্রয়োগ করে হলেও শান্তি বজায় রাখা হবে- বঙ্গবন্ধু

যশোর। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ যশোর বিমান বন্দরে অনুষ্ঠিত বিশাল এক জনসভায় ঘোষণা করেন, যে-কোনো মূল্যে, এমন কি প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও দেশের সর্বত্র ও গ্রাম-অঞ্চলে পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা হবে। বঙ্গবন্ধু বলেন, শক্তি প্রয়োগের পদ্ধতি এখনও ব্যবহার করা হয়নি, কেননা তিনি মনে করেন, গোলযোগ সৃষ্টিকারীরা তাদের চেতনায় ফিরে আসবে। তিনি গ্রাম অঞ্চল হতে ক্রমাগত ডাকাতি এবং অন্যান্য ধরনের সমাজ বিরোধী অপকর্মের সংবাদ পাচ্ছেন। ফলে তিনি এক রকম বাধ্য হয়েই গোলযোগ সৃষ্টিকারীদের প্রতি সতর্কবাণী উচ্চারণ করেছেন। বঙ্গবন্ধু তার শ্রোতাদের বলেন, আল-বদর ও রাজাকারেরা এখনও অস্ত্র সমর্পণ করেনি। দেশের নির্দিষ্ট কয়েকটি এলাকায় এসব লোকই সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে ধন-প্রাণের ক্ষতি সাধন করছে। প্রধানমন্ত্রী বলেন, আইন ও শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বিভাগ ও অন্যান্য সংস্থার প্রতি তিনি এসব সশস্ত্র গোলযোেগকারীদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, এসব গোলযোগকারীদের হাতে আমি আমার দেশবাসীকে হয়রান হতে দিতে পারি না। কেননা, দেশের শান্তি রক্ষার জন্য আল্লাহর নিকট আমিই দায়ী। বঙ্গবন্ধু বলেন, পুলিশবাহিনী সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্রবাহিনীর লোকেরা আজ জনসাধারণেরই সেবক। সুতরাং গোলযোগকারীদের পাকড়াও করার কাজে সে-সব বাহিনীর লোকদের সাহায্য করা জনসাধারণের অবশ্যই কর্তব্য। বঙ্গবন্ধু আরও বলেন, কঠিন মূল্যে উপার্জিত স্বাধীনতাকে রক্ষা করতেই হবে। এবং এই ব্যাপারে কোনো প্রচেষ্টারই ক্রটি করা হবে না।

রেফারেন্স: ১ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!