You dont have javascript enabled! Please enable it! 1972.03.31 | শিল্পকারখানা পরিচালনার জন্য শ্রমিকদের সহযোগিতা কামনা- সৈয়দ নজরুল ইসলাম | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

শিল্পকারখানা পরিচালনার জন্য শ্রমিকদের সহযোগিতা কামনা- সৈয়দ নজরুল ইসলাম

শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম শিল্পকারখানা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শ্রমিকদের সহযোগিতা কামনা করেন। এখানে এক শ্রমিক সমাবেশে বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেন যে, খুব শীঘ্রই শিল্পনীতি ঘোষণা করা হবে। শিল্পনীতি ঘোষণার আগে বঙ্গবন্ধু দালাল শ্রমিক নেতা ছাড়া সকল শ্রমিক নেতার সাথে আগামি ৩ এপ্রিল সাক্ষাৎ করবেন। সৈয়দ নজরুল ইসলাম দুবৃত্তদের বিরুদ্ধে শ্রমিকদের। ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাজ বিরোধী ব্যক্তিরা দেশে খাদ্যাভাব ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। শিল্পমন্ত্রী বলেন যে, দেশের সাড়ে সাত কোটি মানুষের নিরলস সংগ্রামের ফলে স্বাধীনতা অর্জিত হয়েছে। কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়। তিনি আরো বলেন যে, দেশের কৃষক ও শ্রমিকরাই দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। পাকিস্তান হানাদারবাহিনী দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ভেঙে দিয়ে গেছে। তিনি “সোনার বাংলা” করার জন্য শ্রমিকদের প্রতি তিনি আহ্বান জানান। শিল্পমন্ত্রী বলেন, দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি প্রবর্তনের জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন যে, দেশের স্বাধীনতা নস্যাতের জন্য শক্ররা এখনো সক্রিয় রয়েছে। তিনি সরকারি কর্মচারীদের পুরনো দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান।

রেফারেন্স: ৩১ মার্চ ১৯৭২, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ