You dont have javascript enabled! Please enable it!

 শিল্প সংস্থাসমূহ সরকারি নিয়ন্ত্রণে ভালভাবে চালানো সম্ভবপর

আদমজী শিল্প গ্রুপের প্রধান প্রশাসক জনাব এম, এ, আউয়াল এক বিবৃতিতে বলেন যে, ব্যক্তির মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের জনৈক প্রতিনিধির অভিমতের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তিনি অভিমত প্রকাশ করেছেন, যে সরকার নিয়ন্ত্রিত শিল্প প্রতিষ্ঠানসমূহের উৎপাদন ইতোমধ্যে যথেষ্ট পরিমাণে হ্রাস পাচ্ছে এবং পণ্যে মানও হ্রাস পাচ্ছে। জনাব আউয়াল বলেন, এই অভিমত কৌতুকপ্রদ। সরকার নিয়ন্ত্রিত অন্যান্য শিল্প প্রতিষ্ঠান এবং তাদের উৎপাদনের ব্যাপারে আমি বিশেষ সংশ্লিষ্ট নয়। তবে সরকার নিয়ন্ত্রিত আদমজী গ্রুপের শিল্প প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আমি আস্থার সঙ্গে বলতে পারি যে, আদমজী প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে উক্ত অভিমত সম্পূর্ণ অসত্য। জনাব আউয়াল প্রকাশ করেন যে, ১৯৭১ সালের ২৫ মার্চের তুলনায় আদমজী জুট মিলের উৎপাদন শতকরা ৮০ ভাগ ফিরিয়ে আনা হয়েছে। তদুপরি ২৫ মার্চের পরবর্তী সময়ের তুলনায় উৎপাদন অনেক বেশি হচ্ছে বলা যায়। পণ্যের মান ও ২৫ মার্চ পরবর্তী সময়ের তুলনায় অনেক উন্নত এবং ২৫ মার্চের পূর্ববর্তী সময়ের তুলনায় উন্নত না হলেও অন্ততঃ সমান মানের বলা যায়। জনাব আউয়াল তার বিবৃতির উপসংহারে অভিমত প্রকাশ করেন যে, নিরাপদে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, সরকার নিয়ন্ত্রিত শিল্প প্রতিষ্ঠানগুলো ভালোভাবে পরিচালনা করা সম্ভব।

রেফারেন্স: ২৯ মার্চ ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!