You dont have javascript enabled! Please enable it!

বৈদেশিক পুঁজি বাংলাদেশে লগ্নি করতে দেওয়া উচিত হবে না

বরিশাল। জাতীয় শ্রমিক লীগ সম্পাদক জনাব আবদুল মান্নান এমপিএ আজ দুপুরে স্থানিয় ডাক বাংলোয় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা যদি সত্যিই সমাজতন্ত্র চাই, তবে বৈদেশিক পুঁজি বাংলাদেশে লগ্নি করতে দেওয়া উচিত হবে না। জনাব মান্নান বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও আল-বদর, আল-সামস, রাজাকার সদ্যসরা উগ্র বামপন্থীদের সহযোগিতায় দেশের স্বাধীনতা নস্যাতের ষড়যন্ত্র করছে। এসকল বিধ্বস্ত অর্থনীতি ও খাদ্য সঙ্কটের সুযোগ গ্রহণ করছে। শ্রমিক লীগ নেতা জাতীয় আদর্শ প্রসঙ্গে বলেন, জাতীয় আদর্শ বলতে তিনি একথাই উপলব্ধি করেন যে, যে সমস্যা শ্রমিক শ্রেণির জীবন অতিষ্ঠ করে, সমাজতন্ত্রের পক্ষে সেই সমস্যার সমাধান করাই জাতীয় আদর্শ। চীন-মার্কিনসহ যে সমস্ত দেশ আমাদের স্বাধীনতা আন্দোলনের বিরোধীতা করেছিল সেই সমস্ত দেশের নাগরিকদের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জনান। এক প্রশ্নের জবাবে জনাব মান্নান বলেন, কেবল প্রধানমন্ত্রী থাকার তুলনায় আওয়ামী লীগের সভাপতিরূপে বঙ্গবন্ধু নেতৃত্বের আরও বেশি প্রয়ােজন রয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু না থাকলে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কাজ ব্যাহত হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

রেফারেন্স: ২৯ মার্চ ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!