আরব জাহান সম্পর্কে বঙ্গবন্ধুর মন্তব্য
বৈরুত। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ আরব দেশসমূহের সমালোচনা। করেন। বৈরুতের বামপন্থী ‘আস-শাব’ পত্রিকায় আজ প্রকাশিত এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধু বলেন যে, বাংলাদেশকে স্বীকৃতি দানে বিরত থেকে আরব দেশসমূহ ইসলামী সংহতির নীতিকেই উপেক্ষা করছে। বঙ্গবন্ধু বলেন যে যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতিদান করা পর্যন্ত আরব দেশসমূহের অপেক্ষা করা উচিত নয়। উল্লেখযোগ্য যে, এই কারণে বাংলাদেশ সরকার বৈরুতে অবস্থিত স্বীয় তথ্য কেন্দ্র বন্ধ করে দিয়েছে। সাক্ষাৎকারে বঙ্গবন্ধু উল্লেখ করেন যে, বাংলাদেশ ইসরাইলের বিরুদ্ধে আরব দেশ সমর্থন দান করেছে। কিন্তু আরব মুসলমানরা বাংলাদেশে পাকিস্তানবাহিনীর বর্বরতার কোনো প্রতিবাদ করে নাই। এই ব্যাপারে বঙ্গবন্ধু আরব দেশ সম্পর্কে তার হতাশা প্রকাশ করেন। বঙ্গবন্ধু বলেন যে, এতদস্বত্ত্বেও ইহুদিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আরবদের সংগ্রামের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। ইসরাইলকে অবশ্যই আরব ভূমি ত্যাগ করতে হবে।
রেফারেন্স: ২৯ মার্চ ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ