You dont have javascript enabled! Please enable it!

এপ্রিল মাসের জন্য সাড়ে ৪৫ লাখেরও অধিক খাদ্যশস্য বরাদ্ধ

ঢাকা। খাদ্যমন্ত্রী শ্রী ফনি ভূষণ মজুমদার এপ্রিল মাসের জন্য মোট ৪৫ লক্ষ ৫৫ হাজার ৫২০ মণ খাদ্য দ্রব্য বরাদ্দ করেছেন। সংশোধিত ও পূর্ণাঙ্গ রেশনিং এর মাধ্যমে এইসকল খাদ্য দ্রব্য বিতরণ করা হবে। খাদ্যমন্ত্রী গত পরশু এ তথ্য ঘোষণা করেন। বিপুল পরিমাণ খাদ্য দ্রব্য বরাদ্ধ করার ফলে খাদ্যদ্রব্যের মূল্য আরো কমবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। মন্ত্রী বলেন যে, বাজারে খাদ্য দ্রব্যের মূল্য একটা যুক্তিযুক্ত পর্যায়ে নেমে না আসা পর্যন্ত প্রতি মাসেই বর্ধিত পরিমাণে খাদ্যদ্রব্য বরাদ্ধ সরকার অব্যাহত রাখবেন। মন্ত্রী আরো বলেন যে, আগামি মাসের বরাদ্ধের মধ্যে ৩২ লাখ ৬৬ হাজার ৫ শ ৬০ মণ সংশোধিত রেশনে গ্রামাঞ্চলে বাকি ১০ লাখ ৮৮ হাজার ৮ শ ৮০ মণ পূর্ণ রেশনিং অঞ্চলে বরাদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট স্থান সমূহে দ্রুত খাদ্য প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, দেশের কোনো অঞ্চলে সম্প্রতি আকর্ষিকভাবে খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে যায়। তবে পর্যাপ্ত খাদ্য সামগ্রী ছাড়ার পর বাজারে মূল্য হ্রাস পেয়েছে। তিনি উল্লেখ করেন যে, জাতিসংঘের সাহায্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে অগ্রাধিকারের ভিত্তিতে খাদ্যসামগ্রী সংগ্রহ করা হচ্ছে। তিনি দেশের ব্যবসায়ীদের প্রতি খাদ্য সামগ্রী মজুদ ও মুনাফার লোভে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য আবেদন জানান। তিনি আরো জানান যে, সীমান্তে কালোবাজারী ও সমাজবিরোধী কার্যকলাপ রোধের জন্য সকল রাজনৈতিক দল ও মতের প্রতিনিধিদের সমন্বয়েত কমিটি গঠন করা হয়েছে। কালোবাজারীদের প্রতি হুঁশিয়ারি জ্ঞাপন করে তিনি বলেন, তাদের উক্ত জঘন্য তৎপরতা জনগণের দুঃখ কষ্ট বাড়াচ্ছে। এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে

রেফারেন্স: ৩০ মার্চ ১৯৭২, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!