You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশে গণহত্যার সাথে জড়িত দালালদের বিচারের ৭২টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন

আজ বাংলাদেশ সরকার দেশে গণহত্যা অনুষ্ঠানের জন্যে যারা পাকিস্তান সশস্ত্র বাহিনীর সাথে যোগযোগ করেছিল, তাদের বিচার সুষ্ঠু ও ত্বরান্বিত করতে ৭২টি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা ঘোষণা করেছেন। আইন ও সংসদীয় বিষয়ের দপ্তর থেকে বলা হয়েছে যে, এই ট্রাইব্যুনালগুলো গত জানুয়ারিতে প্রবর্তিত বাংলাদেশ যোগসাজসকারী বিশেষ ট্রাইব্যুনাল আদেশ অনুসারে গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনালগুলো সকল জেলাতেই স্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনালগুলোর জেলাওয়ারী সংখ্যা হলো ঢাকা ১১, ময়মনসিংহ ৭, টাঙ্গাইল ২, ফরিদপুর ৩, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম ৬, সিলেট ৬, কুমিল্লা ৫, নোয়াখালি ২, রাজশাহী ৩, দিনাজপুর ২, রংপুর ৪, বগুড়া ২, পাবনা ২, খুলনা ৪, যশোর ৪, কুষ্টিয়া ২, বাকরগঞ্জ ৫, পটুয়াখালি ২। প্রত্যেক ট্রাইব্যুনালে একজন সেশন জজ অথবা এডিশনাল সেশন জজ অথবা এসিষ্ট্যাণ্ট সেশন জজ থাকবেন। তারাই এইসব যোগসাজসকারীদের অপরাধের বিচার করবেন এবং উক্ত ট্রাইব্যুনাল আদেশ অনুযায়ী তারা ছাড়া আর কোনো আদালতের এ ব্যাপারে কোনো এখতিয়ার থাকবে না।

রেফারেন্স: ২৮ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!