মহিলা সমাজের প্রতি বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলার মাটিতে একটি শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য জাতীয় পুনর্গঠন কাজে অংশগ্রহণ করার জন্য দেশের মহিলা সামাজের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গত রোববার স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা কর্তৃক আজিমপুর গার্লস স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। জাতির পিতা বলেন যে, বাংলাদেশের মহিলারা পুরুষের সমান অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করবে। অদূর ভবিষ্যতে মুক্ত বাংলার বুকে নারী পুরুষ উভয়ে উভয়ের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। মুক্ত বাংলার নারীদের সম অধিকার দান প্রসঙ্গে বঙ্গবন্ধু দুঃখ প্রকাশ করে বলেন যে,অতীতে সামাজিক কুসংস্কারের জন্য নারীদের চার দেয়ালের মধ্যে আবদ্ধ করে রাখা হতো। ধর্মের দোহাই দিয়ে আমাদের মা বোনদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হতো। নারীদের আদর্শ মা ও বোনে রূপান্তরিত হওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন যে, পেছন থেকে নারীরা উৎসাহ ও অনুপ্রেরণা না জোগালে পুরুষ তার ঈপ্সিত মঞ্জিলে পৌছাতে পারে না।
এই প্রসঙ্গে তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বঙ্গবন্ধু বলেন যে, তিনি যখনই কোনো বিষয়ে জীবনের ঝুঁকি নিয়েছেন, তার স্ত্রী তাঁকে নিরুৎসাহিত করেননি। তাঁর দীর্ঘ কারাজীবনের কথা স্মরণ করে বঙ্গবন্ধু বলেন যে, পরিবারের জন্য কোনো টাকা পয়সা না রেখে যখনই তিনি কারাবাসে গিয়েছেন, বেগম মুজিব তা আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছেন। বাংলাদেশ জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার অতীত ভূমিকার ভূয়সী প্রশংসা করে বঙ্গবন্ধু অভিমত প্রকাশ করেন যে, বিভিন্ন জেলায় এই সংস্থার ইউনিট গঠন করা দরকার। তিনি এই সংস্থাকে সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেন।
রেফারেন্স: ২৮ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ