You dont have javascript enabled! Please enable it! 1972.03.26 | আজ স্বাধীনতার রক্তকমল ফোটার দিন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আজ স্বাধীনতার রক্তকমল ফোটার দিন

আজ রক্ত কোমল ফোটার দিন- আজ বাংলাদেশের প্রথম স্বাধীনতা বার্ষিকী। সাড়ে সাত কোটি মানুষের অশেষ ত্যাগ ও অকৃপণ রক্ত দানের প্রত্যক্ষ ফসলের দিন। তাই শত বেদনা লক্ষ বিয়োগের মধ্যেও জনতা আজ বিমল আনন্দে উদ্বেল। এ আনন্দ আনুষ্ঠানিক উৎসবের নিপুন হাসির ছটানয়; এ আনন্দ দীপ্ত কঠোর প্রতিজ্ঞার বলিষ্ঠ হুংকার। এ আনন্দ নতুন পৃথিবী গড়ার। অগ্নিঝরা সংগ্রামে এক নদী রক্ত পেরিয়ে এসেছে আনন্দের এ মহালয়। লক্ষ মায়ের শূন্য কোলে এসেছে এ মহালয়। বেদনার সলতে দিয়ে জ্বালা স্বাধীনতার এ অনির্বাণ শিখাতো নিভতে পারে না। বাংলার মানুষ আজ নতুন করে সে আগুনে অবগাহন করবে। আত্মসমালোচনার কষ্টিপাথরে নিজের কাজ কর্মের যথার্ততা যাচাই করে দেখবে। আজ তারা নতুন করে শপথ নিবে অস্ত্রে লড়াই-এর বেদীমূলে শুরু হবে কাস্তে-কোদাল-হাতুড়ির লড়াই। মুক্তি সংগ্রাম হবে শোষণহীন। নয়া সমাজ গড়ার সংগ্রাম। এই দিনটিকে পালন করা জন্য বাংলাদেশ সরকার, বিভিন্ন রাজনৈতিক দল- ছাত্র, শ্রমিক সংগঠন ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানাবিদ কর্মসূচি গ্রহণ করেছেন।

রেফারেন্স: ২৬ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ