বে-ঈমানীর পুরস্কার
(জয়বাংলা প্রতিনিধি প্রেরিত) ঢাকা, ১৫ই নভেম্বর। -তথাকথিত উপনির্বাচনে রাজশাহী থেকে ‘বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত তথাকথিত একজন জাতীয় পরিষদ সদস্যকে বাঙালীদের সাথে বেঈমানীর পুরস্কার স্বরূপ মুক্তিবাহিনীর গেরিলাযােদ্ধারা কুকুরের মত হত্যা করেছে। এই বিশ্বাসঘাতকের নাম মােহাম্মদ ইয়াসিন। সে বাঙালীর দুশমন খুনী নূরুল আমিনের পিডিপি পার্টির একজন তথাকথিত নেতা। সম্প্রতি এই মীরজাফর তথাকথিত উপনির্বাচনে রাজশাহী থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়। এখানে উল্লেখযােগ্য যে সম্প্রতি মুক্তিযােদ্ধারা তথাকথিত উপনির্বাচনে নির্বাচিত প্রাদেশিক পরিষদ। সদস্য সুলতান উদ্দীন খান এবং চট্টগ্রাম থেকে উপনির্বাচন পদপ্রার্থী জনৈক কুখ্যাত দালালকেও হত্যা করেন।
জয়বাংলা (১) [১: ২৮ !
১৯ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯