সরকার গণতান্ত্রিক স্বাধীনতা নিশ্চিত করবে- আবু সাঈদ চৌধুরী
রাষ্ট্রপতি জনাব আবু সাঈদ চৌধুরী পুনরায় উল্লেখ করেন যে, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার মৌল গণতান্ত্রিক স্বাধীনতা সুনিশ্চিত করবে। রোববার সকালে প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সম্মিলিত সশস্ত্রবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বক্তৃতা করছিলেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ সরকার সাধারণ মেহনতি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। জাতীয় স্বাধীনতা রক্ষা ও মুক্তিযুদ্ধত্তর বাংলার জাতীয় পুনর্গঠন কাজে সক্রিয় অংশ গ্রহণ করার জন্য রাষ্ট্রপতি সশস্ত্রবাহিনীর জওয়ানদের প্রতি উদাত্ত আহ্বান জানান। মুক্তিযুদ্ধ চলাকালে সশস্ত্রবাহিনীর ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন যে, বাংলাদেশ সামরিকবাহিনী একটি সুশৃঙ্খলবদ্ধ শক্তি এবং জাতীয় নিরাপত্তা রক্ষার প্রশ্নে তারাই ছিল নিশ্চিত গ্যারান্টি। রাষ্ট্র ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে চিরস্থায়ী শান্তি ও শৃঙ্খলা রক্ষার সাহায্যে এগিয়ে আসার জন্য রাষ্ট্রপতি সশস্ত্রবাহিনীর প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, একটা জাতি কীভাবে স্বাধীনতা লাভ করে আবার কীভাবে তা হারায় জনগণকে তা বিশ্লেষণ করতে হবে। স্বাধীনতা রক্ষার জন্য এটাই হবে সবচেয়ে বড় নিশ্চয়তা। রাষ্ট্রপতি বলেন যে, শহীদদের আত্মত্যাগ যুগ যুগ ধরে বাংলার মানুষের জীবনযাত্রা ও স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা বিধানের পথে অনুপ্রেরণা যোগাবে। তিনি বলেন যে, বাঙালি সংস্কৃতি চিন্তাধারা ও জীবনযাত্রা প্রণালী এখন তার নিজস্ব জাতীয় সংস্কৃতির পটভূমিকায় নতুন করে গড়ে উঠবে। পৃথিবীর কোনো শক্তিই এই উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে না। রাষ্ট্রপতি বলেন যে, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ এই চারটি আদর্শ বাস্তবায়িত করার জন্য বাংলার জনগণকে সংগ্রাম করে যেতে হবে। বিগত স্বাধীনতা আন্দোলনে যেসব রাষ্ট্র বাংলাদেশের জনগণরে প্রতি বন্ধু সুলভ মনোভাব নিয়ে এগিয়ে এসে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলেন রাষ্ট্রপতি জনাব চৌধুরী সেইসব বন্ধু রাষ্ট্রের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বিশ্বের স্বাধীনতা প্রিয় জনগণের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রেফারেন্স: ২৬ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ