প্রথম স্বাধীনতা দিবসের শপথ
ধ্বংসস্তুপের উপরে সমাজতান্ত্রিক গড়ে তুলবো। বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবসে রোববার শহীদমিনারের পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপরোক্ত প্রত্যয় ঘোষণা করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব নুরে আলম সিদ্দিকী এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশের সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শোষণহীন সমাজব্যবস্থা কায়েমের মাধ্যমে স্বাধীনতার ফসলকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌছে দেব। রাজনৈতিক সুবিধাবাদ, পুঁজিবাদ আমলাতন্ত্র ও বিদেশি সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র প্রতিহত করবো। বঙ্গবন্ধুর নেতৃত্বে সামাজিক বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র কায়েম করবো।
রেফারেন্স: ২৬ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ