রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করা হবে
প্রয়ােজন হলে রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করা হবে। প্রথম স্বাধীনতা দিবসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপরোক্ত শপথ ঘোষণা করে। কেন্দ্রীয় শহীদমিনারে অনুষ্ঠিত এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জনাব নুরুল ইসলাম। শপথ গ্রহণ অনুষ্ঠানে বলা হয়, স্বাধীনতাকে দেশের মানুষের কাছে অর্থপূর্ণ করে তোলার জন্যে দেশি প্রতিক্রিয়াশীল এবং মানবতার দুশমন সাম্রাজ্যবাদী চক্রান্তকে খতম করতে হবে। পূর্বাহ্নে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শহীদমিনারে এক জনসভা করে। সভায় বক্তৃতাকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা শহর শাখার সাধারণ সম্পাদক জনাব মাহবুব জামান দেশ গড়ে তোলার জন্যে নতুন চেতনা নিয়ে কাজ করার আহ্বান জানান।
রেফারেন্স: ২৬ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ